ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় - লেখক:ফ্রিল্যান্সার নাসিম।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশী প্রচলিত এই দুইটি শব্দ শব্দ।দুইটি শব্দ এক মনে হলেও এরা কিন্তু এক নয়। তাই ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং মানে কি সেটা একটু জানা দরকার। ফ্রিল্যান্সিং বলতে এমন একটি কাজকে বোঝায় যেখানে একজন মানুষ কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে পৃথিবীর যেকোন জায়গায় বসে ফাইল আদান প্রদানের কাজ করে দেয়।তাদের দুরুত্ব যদি এক রুম থেকে অন্য রুমেও হয় তাহলেও এটি ফ্রিল্যান্সিং। আর দুরুত্বটি এক দেশের সাথে অন্য দেশেরও হতে পারে। আউটসোর্সিং বলতে যিনি কাজটি একজন ফ্রিল্যান্সারকে দিচ্ছেন। সুতরাং, যিনি কাজ দিচ্ছেন তিনি আউটসোর্সিং করছেন, আর যিনি কাজ করছেন তিনি ফিল্যান্সিং করছেন। আর ফ্রিল্যান্সিং করে একজন ব্যাক্তি মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৪-৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই বইয়ে আলোচনা করা হয়েছে নিচের কাজ গুলো থেকে যেকোন একটি পারলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন।
কাজ গুলো হলো:
1.Web Design.
2.Web Development.
3.Mobile Apps development.
4.Desktop Software Development.
5.Graphic Design.
6.Photo Editing.
7.Video Editing.
8.Seo-Search Engine Optimization.
9.Data entry.
10.Cartoon,3d Design.
11.Architecture Design.
12.Google Adsense
13.Cpw Marketing.
14.Affiliate Marketing.
15.Digital Marketing.
16.Dropshipping.